দীর্ঘ ৩৮ ঘন্টা পর এনআইডি সার্ভার সচল হলো
দীর্ঘ ৩৮ ঘন্টা পর এনআইডি সার্ভার সচল হলো। After 38 hours NID server started successfully.
এনআইডি সার্ভার সচল |
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সাইবার হামলা বা হ্যাকিং এর আশঙ্কাজনক ভেবে সুরক্ষায় নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার ১৪ আগস্ট রাত ১২ টা থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উক্ত সার্ভার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ ৩৮ ঘন্টা পর বুধবার দুপুর ২টায় এনআইডি সার্ভারটি পুরোদমে সচল করে দেওয়া হয়।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের অনুবিভাগের মাহপরিচালক এ কে এম হুমায়ুন কবীর আজ দুপুরে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও বলেন- আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি যে জাতীয় পরিচয়পত্রের সার্ভার সাময়িক বন্ধ থাকার জন্য। উক্ত সার্ভারের কিছু মেইনটেন্যান্স রক্ষনাবেক্ষনের জন্য বা অন্য কোন কারনে সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাইবার হামলা বা হ্যাকিং হওয়ার আশঙ্কা পাওয়ায় এ কাজটি করা হয়।
সার্ভার চালুর পর ব্রিফিং |
জাতীয় তথ্য ভান্ডার যদি হ্যাক হয় বা কোন কিছু হয় তাহলে তার রক্ষনাবেক্ষন বা রিকোভার করার দায়িত্বটাও আমাদের করতে হবে। এনআইডি সার্ভার থেকে দেশে ১৭১ টি প্রতিষ্ঠান ও বিভিন্ন সাধারণ জনগণ সেবা পেয়ে থাকে। জাতীয় তথ্য ভান্ডার কোন সমস্যায় পড়লে উক্ত প্রতিষ্ঠান ও জনগণ এর ভোগান্তি হবে। ভোগান্তি এড়াতেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার ১৪ আগস্ট রাত ১২ টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: দৈনিক বাংলা, ১৬/০৮/২৩