১৭ জোড়া যমজ শিশুর স্কুলে ভর্তি
চলতি বছরে একই স্কুলে ভর্তি হলো ১৭ জোড়া যমজ শিশু ।
১৭ জোড়া যমজ শিশু স্কুলে ভর্তি হলো |
বহুল আলোচিত ১৭ জোড়া যমজ শিশু স্কটল্যান্ড এর স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড এলাকার একটি প্রাথমিক স্কুলে আগস্ট মাসে ভর্তি হয়। স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড এলাকার স্কুলটিতে আগস্ট মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরু হওয়ার কথা ।
ওই এলাকাটির স্কুলে একই সাথে ১৭ জোড়া যমজ শিশু ভর্তি হওয়ার কারনে ইতিমধ্যেই টুইনভারক্লাইড নামে পরিচিতি লাভ করেছে। এই স্কুলে গত ২০১৩ সালে সর্বপ্রথম একই সাথে ১৯ জোড়া শিশু ভর্তি হওয়ার পর থেকে প্রতি বছরই যমজ শিশু ভর্তি হয়ে রেকর্ড গড়তে থাকে। আর এখন পর্যন্ত ্ওই স্কুলটিতে মোট ১৪৭ জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে।
এই ১৭ জোড়া যমজ শিশুর স্কুলে ক্লাস শুরুর প্রথমে পোশাক মহড়ার জন্য একই সাথে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাথমিক স্কুলে সমাবেত হয়।
স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড ওয়েবসাইট থেকে নেয়া |
এই বছরে ১৭ জোড়া যমজ শিশুর পোশাক মহড়াতে একসাথে ছবি তুলেছেন স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড ডেপুটি প্রভোষ্ট গ্রায়েম ব্রুকস। তিনি বলেন, প্রতিবছর ইনভারক্লাইড বা টুইনভারক্লাইড এ যমজ শিশুর স্কুলে ভর্তি হওয়ায় স্বাগতম জানানোর জন্য এটি একটি ঐতিহ্য হয়ে উঠেছে। প্রতি বছর এইভাবে স্কুলে শিক্ষার্থীদের একসঙ্গে পোশাক পড়োয়া অবস্থায় দেখতে এর থেকে ভালো কি হতে পারে। এই ১৭ ১৭ জোড়া যমজ শিশুর ক্লাস আগস্ট এই শুরু করার জন্য আমরা প্রস্তুতি গ্রহন করেছি।
শিক্ষা ও চাকরির সকল খবর পেতে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকুন:
ফেসবুক: www.facebook.com/DainikPora
ফেসবুক গ্রুপ: www.facebook.com/groups/DainikPora
ইউটিউব: www.youtube.com/DainikPora
সূত্র: বিবিসি ১৪/০৮/২৩