একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪
একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪। HSC Admission 2024
একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৪ |
একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন আগামী রবিবার ২৬ মে ২০২৪ ইং তারিখে সকাল ৮:০০ ঘটিকার সময় থেকে শুরু হবে এবং আগামী ১১ জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। গতবারের মত এবারও তিন ধাপে আবেদন শেষ হবে। সর্ব শেষ তৃতীয় ধাপের আবেদন আগামী ১০ জুলাই ২০২৪ ইং তারিখে শেষ হবে। আগামী ১৫ থেকে ২৫ জুলাই ২০২৪ ইং তারিখ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে এবং ৩০ জুলাই ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার থেকে ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
অনলাইনে আবেদন:
প্রতিবারের মত এবারও অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম বা হাতে হাতে কোন ভর্তি গ্রহন করা হবেনা। প্রতি শিক্ষার্থীর থেকে আবেদন ফি ধার্য করা হয়েছে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা করে। এই ১৫০ টাকা আবেদন ফি দিয়ে একটি শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০ কলেজ ও বিষয়ে আবেদন করতে সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থী তার ভর্তি নিশ্চায়ন করতে নির্ধারিত তারিখের মধ্যে ৩৩৫ টাকা দিয়ে তার ভর্তি নিশ্চায়ন করতে হবে, অন্যথায় তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
গ্রুপ নির্বাচন:
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোন একটিতে পছন্দক্রম দিয়ে ভর্তি হতে পারবে। কিন্ত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ ব্যতীত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোন একটিতে পছন্দক্রম দিয়ে ভর্তি হতে পারবে।
তিন ধাপের আবেদন ও ফলাফল:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে একাদশ শ্রেণীতে তিন ধাপের আবেদনের মধ্যে প্রথম ধাপের আবেদন ২৬ মে থেকে শুরু হয়ে ১১ জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত চলবে এবং ফলাফল আগামী ২৩ জুন ২০২৪ ইং তারিখে রোজ রবিবার রাত ০৮ টায় প্রকাশ করা হবে ২৯ জুন ২০২৪ রাত ০৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবে। দ্বিতীয় ধাপের আবেদন ৩০ জুন থেকে ০২ জুলাই ২০২৪ ইং তারিখ চলবে এবং ফলাফল ০৪ জুলাই । ০৫ থেকে ০৮ জুলাই ভর্তি নিশ্চায়নের সুযোগ থাকবে। সর্বশেষ তৃতীয় ধাপের আবেদন ০৯ ও ১০ জুলাই এবং ফলাফল ১২ জুলাই এবং নির্বাচিত শিক্ষার্থীরা ১৩ থেকে ১৪ জুলাই ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবে।
ভর্তি ও ক্লাস:
আগামী ১৫ থেকে ২৫ জুলাই ২০২৪ ইং তারিখ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এই সময়ের মধ্যে যদি কোন শিক্ষার্থী ভর্তি হতে বিলম্ব করে তাহলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রতিটি প্রতিষ্ঠানের ক্লাস শুরু ৩০ জুলাই ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে।
প্রয়োজনে আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে আপডেট খবর জানতে পারবেন:
ফেসবুক: www.facebook.com/SototaComputer
ফেসবুক: www.facebook.com/Thikana360
ফেসবুক গ্রুপ: www.facebook.com/groups/SototaComputer
ইউটিউব: www.youtube.com/SototaComputer